প্রস্তুতি শুরু, বিজেপির নির্বাচন কমিটি ঘোষিত
ত্রিপুরা, ৮ অক্টোবর : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি।গঠিত হয়েছে নির্বাচন কমিটি। প্রদেশ ও সর্বভারতীয় নেতাদের সমন্বয়ে ষোল জনের কমিটিই তেইশের লড়াইয়ে মুখ্য ভুমিকা নেবে।এই ষোল জনের কমিটির মুখ্য দায়িত্বে রয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রয়েছেন তিনজনের বিশেষ আমন্ত্রিত সদস্য। এই কমিটির প্রধান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও রয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা,প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী রতন লাল নাথ ভগবান দাস,সংগঠন মন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা, প্রদেশ কমিটির তিন সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, পাপিয়া দত্ত, কিশোর বর্মণ। বিশেষ সদস্য হিসাবে থাকছেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা এবং দলের সর্বভারতীয় মুখপাত্র সম্বিৎ পাত্রা,সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা প্রদেশ প্রভারী ডাঃমহেশ শর্মা। তবে অনেকের ধারণা ছিলো যুব অংশের মধ্যে ব্যাপক প্রভাব থাকা যুব মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রী রামপদ জমাতিয়া রামপ্রসাদ পালের মত পুরনো নেতারা স্থান পাবেন। কিন্তু তাদের স্থান হয়নি।