Feature NewsNewsএই মুহূর্তেভারত

দীপাবলির পর পেট্রল-ডিজেলের দাম আরও বাড়ানোর পথে কেন্দ্র?

ত্রিপুরা, ৯ অক্টোবর : এ যেন মড়ার উপর বাঁড়ার ঘা! মূল্যবৃদ্ধির হার ঊর্ধমুখী। তার জেরে সম্প্রতি ফের রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এক ধাক্কায় ৫০ বেসিস পয়েন্ট। ফলে ব্যাঙ্কঋণে সুদের হার বেড়ে গিয়েছে। সব মিলিয়ে উৎসব মরশুমে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চরমে। আর ঠিক এই সময় হাজির নয়া আশঙ্কাবাড়তে চলেছে পেট্রল-ডিজেলের দাম। সম্ভবত দীপাবলির পরেই। কারণ, খোদ উৎপাদক রাষ্ট্রগুলি ১ নভেম্বর থেকে অশোধিত তেল উৎপাদন এবং সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

হ্রাসের পরিমাণ দিনে প্রায় ২০ লক্ষ ব্যারেল।

একে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমার সুফল পায়নি ভারতবাসী। তার মধ্যে এই ধাক্কায় জ্বালানির দাম ফের আকাশছোঁয়া হওয়ার জন্মনা চরমে। যে কোনও সময় হবে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির হারের সর্বশেষ সরকারি রিপোর্ট। ধরেই নেওয়া হচ্ছে, এদিক থেকে আগস্টকে ছাপিয়ে যাবে সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান। অন্তত সেরকম..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *