লক্ষ্মী পুজার বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য

ত্রিপুরা, ৯ অক্টোবর : রবিবার কোজাগরী লক্ষ্মী পূজো। ধন এবং সম্পদের দেবী শ্রী শ্রী মহালক্ষী কোজাগরী লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মের লোকেরা বিরামহীন ব্যস্ত। শনিবার সকাল থেকেই লক্ষ্মী পূজোর বাজারে খুব গরম। এমনই একটি চিত্র ধরা পড়লো রাজ্যের দ্বিতীয় বাণিজ্যিক শহর ধর্মনগরে।

তবে নিম্নবিত্ত শ্রেণীর মানুষের মাথার হাত।

কেননা বিগত বছরের তুলনায় এই বছর প্রতিমা থেকে শুরু করে পূজার আনুসাঙ্গিক সমস্ত জিনিস পত্রের দাম লাগামহীন। গত বছর যে মূর্তির দাম দুইশত টাকা থেকে তিনশত টাকা ছিল তা বেড়ে হয়েছে তিনগুন। যার ফলে মূর্তির বাজারে গিয়ে ও মূর্তি কেনার সাহস করতে পারছে না অনেকেই। তবে মূর্তিতো কিনতেই হবে। তাই অন্যান্য দিক দিয়ে খরচ কমিয়ে মূর্তি কিনছেন অনেকেই। পাশাপাশি অনেক প্রতিমা বিক্রেতারা মেলাঘর থেকে প্রতিমা নিয়ে এসেছেন ধর্মনগর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *