আরও একটা মহাদেশ! আমাদের পায়ের তলায় তৈরি হচ্ছে, নামও ঠিক হয়ে গিয়েছে, অ্যামেশিয়া
ত্রিপুরা, ১০ অক্টোবর : ধীরে ধীরে বদলাচ্ছে আমাদের চেনা পৃথিবী। এবং এই বদল বর্তমান দেশ-মহাদেশ, সাগর-মহাসাগরের ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। হালে যেমন এই পৃথিবীতেই থাকা ষষ্ঠ মহাসাগরের সন্ধান পেয়েছেন তাঁরা, তেমনই এবার এক নতুন মহাদেশের কথা বলছেন বিজ্ঞানীরা। তবে এই মহাদেশ এখনও তৈরি হয়নি। কিন্তু ধীরে ধীরে সেই মহাদেশ তৈরির দিকে এগোচ্ছে। পৃথিবী এগিয়ে চলেছে সেই দিকে।