Feature Newsত্রিপুরাবিশ্বরাজনীতি

রাষ্ট্রপতির সফর নিরাপত্তা নিয়ে বৈঠক

ত্রিপুরা, ১১ অক্টোবর : আগামী বুধবার দুইদিনের রাজ্যসফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপুদি মুর্মু। বুধবার সকালে বিশেষ বিমানে তিনি রাজ্যে আসছেন। সেদিন নরসিংগড়ে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি।

বিকাল সাড়ে তিনটায় রবীন্দ্র ভবনে বেশ কিছু প্রকল্পের উদবোধন ও শিলান্যাস করার কথা রয়েছে।

সবগুলিই হবে ভার্চুয়েলি। নতুন বিধায়ক আবাসের উদবোধন, হামুনপুই থেকে দামছড়া রাস্তা সম্প্রসারণের উদবোধন, যতনবাড়ি থেকে মন্দিরঘাট ভায়া তীর্থমুখ রাস্তার উদবোধন, মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য মিউজিয়াম ও কালচারেল সেন্টারের উদ্‌বোধন, গোর্খাবস্তিতে মাল্টিস্টোরেজ ভবনের উদ্‌বোধন, ছয়টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের উদবোধন, নয়টি একশো শয্যা বিশিষ্ট হোস্টেলের উদ্বোধন এবং ত্রিপলআইটি কলেজের নতুন ভবনের শিলান্যাস করবেন তিনি। সবগুলিই হবে ভার্চুয়েলি। উল্লেখ করা যেতে পারে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *