Feature NewsNewsএই মুহূর্তেভারত

দেশে প্রথমবার হিন্দিতে পড়ানো হবে ডাক্তারি, বই প্রকাশ করবেন অমিত শাহ

ত্রিপুরা, ১২ অক্টোবর : দেশের মধ্যে প্রথমবার। রয়েছে। হিন্দিতে লেখা ডাক্তারি বই পড়ানো হবে পড়ুয়াদের। মধ্যপ্রদেশের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের জন লেখা বইটি প্রকাশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী। শিবরাজ সিং চৌহান এমন কথা জানিয়েছেন। সম্প্রতি সরকারি কাজে হিন্দি ব্যবহারের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। তার মধ্যেই এমন ঘোষণা শিবরাজের।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ”এই সিদ্ধান্তের ফলে এমন ধারণা আমূল বদলে যেতে চলেছে যে হিন্দিতে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব নয়।

হিন্দি মাধ্যমে শিক্ষালাভ করেও যে জীবনে এগিয়ে যাওয়া যায়, তা প্রমাণ করতেই নতুন এই পদক্ষেপ করলাম আমরা।” আগামী ১৬ অক্টোবর বইটি প্রকাশ করবেন শাহ। এদিকে শিবরাজ জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কারিগরি শিক্ষার বইও হিন্দিতে লেখা হচ্ছে। সেগুলিও দ্রুত বাজারজাত করার পরিকল্পনা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *