ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত ১০ জন
ত্রিপুরা, ১২ অক্টোবর : চিকিৎসা বিজ্ঞানীদের আশঙ্কা ফের করোনা ভাইরাসের প্রকোপ বাড়বে এরাজ্যে। তিনদিনের ব্যবধানে নতুন করে ১০জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে। ৮ অক্টোবর একসঙ্গে আক্রান্ত হয়েছে ৭ জন। পজিটিভিটির হার বেড়ে দাঁড়ায় প্রায় ২ শতাংশ। সার্বিকভাবে আক্রান্তের হার ৪.১৫ শতাংশ। এই সাতজনের মধ্যে খোয়াইতে তিন, ঊনকোটিতে ২ এবং দক্ষিণ ও উত্তর ত্রিপুরায় একজন করে।
মাঝে লক্ষ্মীপূজার ছুটি থাকায় কোনও পরীক্ষা হয়নি।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে প্রত্যেক সাংবাদিক এবং আধিকারিকদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩ জন। এর মধ্যে সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা এবং ঊনকোটিতে একজন করে। বর্তমানে রাজ্যে ডেডিকেটেড কোভিড হাসপাতল সহ কোভিড রোগী রয়েছে ১৪জন বলে রাজ্য সরকারের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে।
সূত্র : দর্পন প্রতিনিধি