সেনসেক্স-নিফটির ধসে শেয়ার মার্কেটে মহাপতন, ৪ লক্ষ কোটি হারালেন বিনিয়োগকারীরা
ত্রিপুরা, ১২ অক্টোবর : শেয়ার মার্কেটে ধস অব্যাহত। সেনসেক্স-নিফটির মহাপতনে শুধু মঙ্গলবার ৪ লক্ষ কোটি হারালেন বিনিয়োগকারীরা। সোমবার শেয়ার মার্কেট খুলতেই ৩ লক্ষ কোটি হারিয়েছিল শেয়ার মার্কেট। এদিন হারাল ৪ লক্ষ কোটি। মঙ্গলবার মার্কেট বন্ধের আগে সেনসেক্স পড়ল ৯০০ পয়েন্ট আর নিফটি নামল ১৭ হাজারের নীচে।
মঙ্গলবার মার্কেট খুলতেই সমস্ত সেক্টরাল সূচকে আগাত নেমে আসে।
পড়তে থাকে সেনসেক্স ও নিফটিও। অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর উচ্চ সুদের হারের প্রভাব ছিল বিশ্বব্যাপী। এই অবস্থায় অটো মোবাইল ও এনার্জি স্টক দ্বারা মার্কেট টেনে তোলার একটা পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার প্রথণ লেনদেনেই করবে। এনডিয়ান শেয়ারের দাম পড়ে যায়। যদিও আইটি কোম্পানিগুলির লাভ ক্যাপ লসকে সাহায্য করেছিল।সোমবারের বিরাট পতনের পর মঙ্গলবার মার্কেট..