বিএসএনএল ইউনিয়ন নির্বাচনে অনিয়ম, ভোটদানে বাধা
ত্রিপুরা, ১৩ অক্টোবর : ভারতীয় দূর সঞ্চার নিগম লিমিটেড তথা বি এস এন এল এমপ্লয়িজ ইউনিয়নের সর্বভারতীয় নির্বাচনে রাজ্যের ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন। তবে রাজ্যে অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে রয়েছে বিস্তর অভিযোগ। অভিযোগ ইউনিয়নের একটা বড় অংশের ভোটারকে ভোট দানে বাধা প্রয়োগ করে ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা।
আর এই বাধা দানের ফলে অনেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
আগরতলাসহ রাজ্যের সাতটি জায়গায় একযুগে সম্পন্ন হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া। আধা সরকারি টেলিকম সংস্থা ভারতীয় দূর সঞ্চার লিমিটেড তথা বিএসএনএল নিগম লিমিটেড তথা বিএসএনএল এর সর্ববৃহৎ সংগঠন বিএসএনএল কর্মচারী ইউনিয়নের ভোট গ্রহণ প্রক্রিয়া পূর্ব ঘোষণা অনুযায়ী সম্পন্ন হয় বুধবার। গোটা দেশ জুড়েই এদিন অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহন প্রক্রিয়া। ব্যতিক্রম ছিলনা ত্রিপুরাও রাজ্যে মোট ভোটার ছিলেন ২১১ জন। এদিন আগরতলা কামান চৌমুনীস্থিত বিএসএনএলের প্রধান কার্যালয় সহ রাজ্যের মোট সাতটি জায়গায় নির্বাচনের আয়োজন করা হয়। বাকি ভোট কেন্দ্রগুলি হল উদয়পুর, বিলোনিয়া, তেলিয়ামুড়া..
সূত্র : দর্পন প্রতিনিধি