চিরতরে ‘গুডবাই’ জানালেন ‘গুডবাই’ অভিনেতা অরুণ বালি

ত্রিপুরা, ১৩ অক্টোবর : করোনাকাল থেকে বলিউডে কালো ছায়া নেমে এসেছে। হরহামেশাই একের পর এক শিল্পীর মৃত্যুর খবর উঠে আসছে। এবার ইহলোক | ত্যাগ করলেন ৭৯ বয়সী টেলিভিশন তথা চলচ্চিত্র অভিনেতা অরুণ বালি। ৭ অক্টোবর ভোরে মুম্বাইয়ের শহরতলিতে নিজের বাসায় মারা গেছেন এই খ্যাতনামা অভিনয়শিল্পী। অরুণ বালি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিউরোমাসকুলার ডিজিজ | মায়স্থিনিয়া প্রোভিসের মতো কঠিন অসুখে ভুগছিলেন। কিছু দিন || ধরে হিরানন্দানি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। অরুণ বালির | ছেলে অঙ্কুশ এক দৈনিককে জানিয়েছেন, তাঁর বাবা চিকিৎসায় ভালো | সাড়া দিচ্ছিলেন। কঠিন এই অসুখের সঙ্গে ক্রমাগত লড়াই করছিলেন। প্রবীণ এই অভিনেতা। কিন্তু শেষ লড়াই আর লড়তে পারেননি তিনি। অঙ্কুশ জানিয়েছেন যে দু-তিন দিন ধরে অরণ বালির মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছিল। মৃত্যুকালে তিনি এক ছেলে আর তিন মেয়েকে রেখে গেছেন। জানা গেছে, অরুণ বালির দুই মেয়ে মার্কিন মুলুকে থাকে। তাঁরা ভারতে আসার পরই প্রবীণ এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

বেশ কয়েকজন বলিউড তারকা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শোক জ্ঞাপন করছেন।

নব্বই দশকে অরুণ | বালি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। অভিনয় জগতে তাঁর অভিষেক হয়েছিল খ্যাতনামা চিত্র নির্মাতা লেখ ট্যান্ডনের টেলিভিশন শো ‘দুসরা কেবল’-এর মাধ্যমে। এই ধারাবাহিকে তিনি বলিউড সুপারস্টার শাহরুখ খানের কাকার চরিত্রে অভিনয় করেছিলেন। অরুণ বালি অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘থ্রি ইডিয়টস’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘পিকে’, ‘বাগী’, ‘এয়ারলিফট”, “ওহ মাই গড’, ‘পানিপথ’, ‘খলনায়ক”, “সত্যা’, ‘হে রাম’, ‘রেডি’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘বরফি’, ‘কেদারনাথ’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘লাল সিং চাড্ডা’ ইত্যাদি। তাঁর অভিনীত শেষ ছবি ‘গুডবাই’। এছাড়া ২০০০ সালে সমালোচকদের প্রশংসিত ছবি ‘হে রাম’-এ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে অভিনয় করেছিলেন। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন এ অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *