রাজ্যের যুবককে ফুঁসলিয়ে বহির্রাজ্যে নিয়ে মুক্তি পণের দাবি অপহরণকারীদের
ত্রিপুরা, ১৪ অক্টোবর : বহির্রাজ্যে কাজের সুযোগ করে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে রাজ্যের ছেলেকে অপহরণ। যুবকের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি। অপহৃত যুবকের নাম আবুল হোসেন। অভিযোগের তীর একই এলাকার আরেক যুবক রিপন মিয়ার দিকে। অপহৃত যুবকের পরিবার দারস্ত হলেন পুলিশের। ঘটনা কলমচোরা থানাধীন ভেলোয়ারের এলাকায়।
এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। রাজ্যের থেমে নেই খুন, সন্ত্রাস, নারী নির্যাতন ও অপহরণের মতো বহু ঘটনা।
অভিযোগ সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানা বেলুয়াচর এলাকার আবুল হোসেন নামে এক ব্যক্তিকে গত ২২ দিন আগে কাজের লোভ দেখিয়ে অপহরণ করে বিহার রাজ্যে নিয়ে। যায় একই এলাকার রিপন মিয়া নামে। এক গাঁজা ব্যাবসায়ী। সেখানে নিয়ে গিয়ে ১৫ দিন পরেও কোন কাজের সন্ধান দিতে পারেনি রিপন। রিপন মিয়া বিহারের কিছু লোকদের কাছে তাকে আমানত হিসাবে রেখে..