বিজ্ঞানভবন উদ্বোধনে মুখ্যমন্ত্রী
ত্রিপুরা, ১৫ অক্টোবর : কৈলাসহর রামকৃষ্ণ মহা বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দ্বিতল এই পাকা বাড়িতে ২৬ টি শ্রেণিকক্ষ রয়েছে। নির্মাণে ব্যয় হয়েছে ৯ কোটি ১৭ লক্ষ ৭ হাজার টাকা। এই বিজ্ঞানভবনে ১ হাজার ছাত্র-ছাত্রী পঠন-পাঠন করতে পারবেন বলে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে প্রকাশ করেন।
বেলা ১২টায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে ছাত্র-ছাত্রীরা সসম্মানের মঞ্চে আসন গ্রহণ করিয়ে, সম্মাননা জ্ঞাপন করেন।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহাবিদ্যালয়ের শ্রীবৃদ্ধির প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী শ্রীসাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রী ভগবান দাস, পাবিয়াছড়ার বিধায়ক সুধাংশু দাস, সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা..