ত্রিপুরার আগরকে উন্নতিকরণ করতে রাজ্যে এলেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা
ত্রিপুরা, ১৫ অক্টোবর : এলিমেন্ট প্রজেক্ট নিয়ে ত্রিপুরায় এসেছেন বিশ্বব্যাংকের এক প্রতিনিধি দল। ত্রিপুরার আগর সেক্টরে বাণিজ্যের বিশাল সুযোগ রয়েছে। আজ উত্তর জেলার কদমতলার আগর অঞ্চলের বেশ কয়েকটি আগর বাগান পরিদর্শন করেন তারা। তাছাড়া উত্তর ফুলবাড়িতে অবস্থিত ত্রিপুরার সবচেয়ে বড় আগর ইন্ডাস্ট্রিটি পরিদর্শন করেন। এলিমেন্ট প্রজেক্টের মাধ্যমে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেবে ত্রিপুরার সরকার।
তাই বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা ঘুরে এলেন কদমতলার আগর অঞ্চলে।
কিভাবে আগর গাছ জন্মায়, কাঠ উৎপাদিত হয় এবং সুগন্ধি তেলের বাণিজ্য হয় সেই বিষয়গুলি তারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানেন। বর্তমানে ত্রিপুরা থেকে কি পরিমাণে আগর ওয়েল, আগর উড, চিপস বহিঃরাজ্যে যাচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে তার সম্পূর্ণ বিবরণ জানেন তারা। আগর ব্যবসায়ীরা নানা সুবিধা অসুবিধার কথাগুলি তাদের সামনে তুলে ধরেন। তবে ভাষাগত কারণে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিষয়গুলি বুঝতে একটু অসুবিধা হয়। ত্রিপুরা থেকে বহির্বিশ্বে আগর রপ্তানি করতে সাইটিজ পেপার পাওয়া যাচ্ছে না। ত্রিপুরায় কোন টেস্টিং ল্যাব নেই, মার্কেটিং এর..