উদ্বেগ বাড়িয়ে ভারতে খাদ্যশস্যের মজুত ৫ বছরে সর্বনিম্ন
ত্রিপুরা, ১৫ অক্টোবর : ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে গত পাঁচ বছরে ধান ও গম মজুদের পরিমাণ সর্বনিম্ন। তথ্যে জানানো হয়েছে, শীতকালে বপন করা গম ও গ্রীষ্মকালে বপন করা ধানের মজুদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। সেক্ষেত্রে দেশের অভ্যন্তরে চালের চাহিদা মেটানো সম্ভব হবে। কিন্তু দেশের অভ্যন্তরে গমের চাহিদা মিটবে কি না, সেই বিষয়ে ফুড কর্পোরেশন অফ ইণ্ডিয়া সন্দেহ প্রকাশ করেছে।
যার জেরে খাদ্যপণ্যগুলোর দাম গত ২২ মাসে সর্বোচ্চ হয়েছে বলে জানা গিয়েছে।
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, চালের যা মজুদ রয়েছে, তা দেশের অভ্যন্তরের চাহদা মেটানো সম্ভব হবে। কিন্তু গমের মজুদের পরিমাণ খুব কম। গত ১৪ বছরে গমের মজুদের পরিমাণ সর্বনিম্ন । এফসিআইয়ের তরফে জানানো হয়েছে, গমের মজুদের কারণ হল ইউক্রেনে যুদ্ধ। ইউক্রেনে যুদ্ধের জেরে বিশ্ব..