চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়নি আবার অনিশ্চিত ভিলেজ ভোট
ত্রিপুরা, ১৬ অক্টোবর : হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নভেম্বর মাসে ভিলেজ কাউন্সিল নির্বাচন আবারও অনিশ্চিত। পুনর্বাসন প্রাপ্ত ব্রু জনজাতি গোষ্ঠীর সমস্ত ভোটারদের ভোটার তালিকায় নাম তোলা নিয়েই এই অনিশ্চয়তা দেখা দেয়। রাজ্য নির্বাচন কমিশন গত ৩০ সেপ্টেম্বর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে তাতে সমস্ত পুনর্বাসন প্রাপ্ত ভোটারদের নাম তালিকাভুক্ত না হওয়ায় এই পরিপ্রেক্ষিতে আদালতের শরণাপন্ন হয়েছিলো তিপ্ৰামথা দল।
এরপর আদালত থেকে নির্দেশ দেওয়া হয় সমস্ত পুনর্বাসন প্রাপ্ত ব্রু ভোটারদের নাম তালিকাভুক্ত করে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে যেনো ভিলেজ কাউন্সিল নির্বাচন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনও পুনর্বাসন প্রাপ্তদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়। নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয় ১৫ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দেখা গেছে রাজ্য নির্বাচন কমিশন ১৫ তারিখ এক বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই সময়ের মধ্যে সমস্ত ব্রু জনজাতি গোষ্ঠীর লোকেদের নাম তালিকায় তোলা সম্ভব হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিফ..