Feature NewsNewsভারতরাজনীতি

চব্বিশ বছর পর সভাপতি গান্ধী পরিবারের বাইরে

ত্রিপুরা, ১৭ অক্টোবর : কংগ্রেসের সভাপতি নির্বাচনে সম্মুখ সমরে মল্লিকার্জুন খারণে এবং শশী থারুর। ৯ হাজারের বেশি প্রদেশ কংগ্রেস কমিটিগুলির প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। বেছে নেবেন খারগে কিংবা থারুরকে। সেক্ষেত্রে প্রায় ২৪ বছর পরে গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতির পদে বসতে চলেছেন। দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দল।

তাদেরই ইতিহাসে ইতিহাস তৈরি হতে চলেছে।

নতুন দিল্লির এআইসিসির সদর দফতর ছাড়াও সারা দেশের ৬৫ টির বেশি কেন্দ্রে এই ভোট নেওয়া হাবে। ইতিহাস এই কারণে, ১৩৭ বছরের ইতিহাসে এ নিয়ে সভাপতি নির্বাচন হতে চলেছে ষষ্ঠবার। কংগ্রেস সূত্রে খবর দলের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এ আইসিসির সদর দফতরে ভোট দেবেন। অন্য দিকে ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী রয়েছেন, ভারত জুড়ো যাত্রায়। ভারত..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *