কংগ্রেস-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কৈলাসহরে আধা সামরিক বাহিনী
ত্রিপুরা, ১৭ অক্টোবর : শনিবার রাতে কৈলাসহরের রাঙ্গাউটি বাজারে রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই সংঘর্ষে তিনজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতকাল গভীর রাতে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে, বাকিরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ১৬ অক্টোবর রবিবার এব্যাপারে কংগ্রেস ও বিজেপি দল পৃথক পৃথক সাংবাদিক সম্মেলন করে একে অপরকে দোষারোপ করে।
রবিবার দুপুর একটায় বিজেপি দল জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুন সাহা, জেলা যুব মোর্চা সভাপতি অরূপ ধর, রাঙ্গাউটি পঞ্চায়েতের উপপ্রধান নুরুল হক ও বিজেপি ঊনকোটি জেলা কমিটির প্রবক্তা দেবাশীষ সেন। সাংবাদিক সম্মেলনে দেবাশীষ সেন বলেন, বেশ কিছুদিন ধরে কিছু উশৃঙ্খল কংগ্রেস যুব কর্মীরা রাঙ্গাউটি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের হুমকি দিয়ে আসছে। পঞ্চায়েতের ঘরের তালিকায় তাদের কর্মীদের নাম নেই কেন বলে হুমকি দিয়ে আসছিল। এমনকি তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া..