Feature Newsfleshপূর্বোত্তরভারত

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর থেকে দিল্লি ওয়ান ওয়ে ট্রেন চালাবে

ত্রিপুরা, ১৭ অক্টোবর : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর থেকে নিউদিল্লি পর্যন্ত একটি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্পেশাল ট্রেনটি ১৭ অক্টোবর, ২০২২ তারিখে একটি ট্রিপের জন্য চলবে। ০৫৬১১নং (শিলচর-নিউ দিল্লি) স্পেশাল ট্রেনটি ১৭ অক্টোবর, ২০২২ তারিখের ২৩.৩০ ঘণ্টায় শিলচর রেলওয়ে স্টেশন থেকে রওনা দিবে।

এই ট্রেনটি নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ জলপাইগুড়ি, কাটিহার, গোরখপুর, লখনউ ও গাজিয়াবাদ রেলওয়ে স্টেশন হয়ে নিউ দিল্লিতে ২০ অক্টোবর, ০১.৪৫ ঘণ্টায় পৌঁছবে।

এই স্পেশাল ট্রেনটিতে ২টি এসি থ্রি টিয়ার, ১টি এসি টু টিয়ার, ৯টি স্লিপার ক্লাস, ৪টি জেনারেল সিটিং ও ২টি সিটিং কাম লাগেজ কোচ সহ মোট ১৮টি কোচ থাকবে। এই রুটের অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই ট্রেনের সুবিধা গ্রহণ করতে পারবেন। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *