প্রকাশ্য দিবালোকে অপহরণের চেষ্টা
ত্রিপুরা, ১৮ অক্টোবর : ছেলেকে স্কুলে দিতে গিয়ে অপহরণকারীর খপ্পরে পড়লেন পিতা। তার আর্তচিৎকারে এলাকার মানুষ ছুটে আসতেই অপহরণকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। সোমবার প্রকাশ্য দিবালোকে এমনতর ঘটনা সংগঠিত হওয়ার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ জেলার শান্তির বাজারের মনপাথর এলাকায়।এদিন, শান্তির বাজার মহকুমা মনপাথরের তৈকর্ম হলিক্রস স্কুল সংলগ্ন এলাকায় রাস্তা থেকে প্রকাশ্য দিবালোকে বোকাফার মনু ভিলেজের কার্মীপাড়ার বাসিন্দা আবদুল গফুর নামে এক যুবককে একটি মারুতিভ্যান করে আসা কয়েকজন মিলে জোর করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
গফুর ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে এ ঘটনা।
কয়েকজন অজ্ঞাত পরিচয়ধারী যুবক একটি মারুতিভ্যান করে এসে আবদুল গফুরের মুখে চাপা দিয়ে গাড়িতে তুলে নেবার চেষ্টা করে। আবদুল গফুরের আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসতেই গাড়ি নিয়ে অজ্ঞাতপরিচয় অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এনিয়ে, আবদুল গফুর মনপাথর পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। প্রকাশ্য দিবালোকে এইধরনের অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখন দেখার বিষয় এই ঘটনার সাথে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনার সূত্রপাত, পুলিশের তদন্তে কী বেরিয়ে আসে।