Feature Newsfleshএই মুহূর্তেত্রিপুরা

মৃদু ভূকম্পনের আতঙ্ক প্রত্যন্ত গন্ডাছড়া ও শান্তিরবাজার জুড়ে

ত্রিপুরা, ২১ অক্টোবর : বৃহস্পতিবার সাতসকালেই গন্ডাছড়া মহকুমায় কয়েক সেকেন্ডের ভূমিকম্পন। ওই ভূমিকম্পনের ফলে গন্ডাছড়া মহকুমা শাসকের অফিস ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পনের ফলে অফিসে থাকা বেশ কয়েক জন কর্মী বেরিয়ে আসতে পারলেও অফিসের দ্বিতলে কয়েকজন কর্মী আহত অবস্থায় আটকা পড়ে যায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর কর্মীরা।

উদ্ধার কাজে হাত লাগান সি আর পি এফ, বি এস এফ, বন কর্মী, সিভিল ডিফেন্স -এর কর্মীরা। সংবাদ পেয়েই অফিসে ছুটে যান মহকুমা শাসক অরিন্দম দাস, ডি সি দিলীপ দেববর্মা এবং অনিন্দ্য চক্রবর্তী সহ অন্যান্য কর্মীরা। আহতদের শারীরিক খোঁজ খবর নেন মহকুমা শাসক অরিন্দম দাস। বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া বাজারের সাপ্তাহিক হাটবার । দূরয়োগ মোকাবেলায় যখন যখন দমকলের গাড়ী এবং এম্বুলেন্স সাইরেন বাজিয়ে এদিক ওদিক ছুটছিল করছিলো তখন আতঙ্কিত হয়ে পড়ে গোটা মহকুমার সাধারণ মানুষ। আমাদের সংবাদে আপনাদের ভয় বা চিন্তিত হওয়ার কিছু ই নেই ৷ বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসকের অফিসে প্রাকৃতিক দূরয়োগ মোকাবিলার উপর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *