ডিসেম্বরের পরেও বাড়তে পারে ফ্রি রেশন
ত্রিপুরা, ২১ অক্টোবর : ভোট বড় বালাই! তাও আবার চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের জয় পরাজয়ের ভোট। তার আগে তেলেঙ্গানা, সিকিম, রাজস্থান, উড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশের মতো ১৩ রাজ্যের ভোট।
তাই ডিসেম্বরের পরেও বাড়তে পারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ফ্রি রেশন।
কেন্দ্রের শাসক দল সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও এভাবে বছরের পর বছর বিনামূল্যে রেশন দোকানের মাধ্যমে চাল-গম দিতে গিয়ে কেন্দ্রের ভাঁড়ার থেকে কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। তাই বিষয়টি নিয়ে অর্থমন্ত্রকের সঙ্গে টানপোড়েন চলবেই। খাদ্য ও গণবণ্টন মন্ত্রকেরও মাথাব্যথা পর্যাপ্ত খাদ্যশস্য নিয়ে। চাল, গমের দাম ক্রমশ বাড়ছে। উৎপাদনও মার খেতে পারে বলেই আশঙ্কা। তবে বিজেপি সূত্রে খবর, সরকারের কাঁধে যে বোঝাই পড়ুক না কেন, ডিসেম্বরের পরেও ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র সময়সীমা..