Feature NewsNewsঅন্যান্যত্রিপুরা

বিলোনীয়া সফরে বাংলাদেশ সহকারি হাইকমিশন

ত্রিপুরা, ২১ অক্টোবর : ল্যান্ডপোর্টের কানেকটিভিটি বিষয়ে অগ্রগতির পর্যালোচনা এবং দুই দেশের সীমান্তে অমীমাংসিত কাজগুলির বাস্তবতা জানতে বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মহম্মদ বৃহস্পতিবার বিলোনীয়া সফরে আসেন। বিলোনীয়া সফরে এসে প্রথমে বিলোনীয়া ডাকবাংলোতে বিএসএফের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

সেখান থেকে বহু চর্চিত বিলোনীয়া মুহুরী চর এলাকা সরেজমিনে পরিদর্শন করে বিলোনীয়া মুহুরীঘাট স্থল বন্দরও পর্যবেক্ষণ করেন।

মুহুরী স্থলবন্দরের এপার এবং ওপার ঘুরে দেখেন। বিএসএফ বিজিবির সঙ্গে কথা বলেন। বিলোনীয়া সফরকাল বাংলাদেশ সহকারি হাই কমিশনার সঙ্গে জেলা প্রশাসনের ডিসিএম সুব্রত ভট্টাচার্য সহ আর অন্যান্য পদস্থরাও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *