ব্রাউন সুগার সহ ধৃত দুই
ত্রিপুরা, ২২ অক্টোবর : ব্রাউন সুগার ভর্তি কৌটা সমেত পুলিশের জালে দুই নেশা কারবারী। আটক ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা। ঘটনা ধর্মনগর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায়। ধৃতদের শুক্রবার আদালতে তুলে থানার পুলিশ। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সমেত ধর্মনগর পুলিশের জালে আটক দুই নেশার কারবারী। ধৃতরা হল সিসিম উদ্দিন (২৭) পিতা আব্দুল মতলিব ও দিলোয়ার হোসেন(২৩) পিতা বাবুল মিয়া।
প্রথম জনের বাড়ি ধর্মনগর থানাধীন দূর্গাপুর ও অপর জনের বাড়ি শাখাইবাড়িতে।
ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন দূর্গাপুর এলাকায় জানা গেছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ দূর্গাপুর এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে সিসিম উদ্দিনের বাড়ি থেকে ব্রাউন সুগার ভর্তি অসংখ্য কৌটা ও খালি কৌটা উদ্ধার করে।সাথে আটক করা হয় সিসিম উদ্দিন ও দিলোয়ার হোসেন নামে দুই নেশা কারবারীকে। এ মর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। উদ্ধারকৃত ব্রাউন সুগারের কালো বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। সাথে স্থানীয় থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। নেশা সাম্রাজ্যের বিস্তার ঘটেছে ধর্মনগরে। এর সিভার হচ্ছে ক্রমেই যুবকরা। অভিভাবকরা উদ্বিগ তাদের সন্তানতের জন্য।