Feature NewsNewsবিশ্বভারত

ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেবে

ত্রিপুরা, ২২ অক্টোবর : ইলন মাস্কের স্পেসএক্স-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থারই চোখ এখন ভারতের দিকে। খুব শীঘ্রই ভারতের সর্বত্র ৫জি আসছে। আর সেই বাজারেই প্রবেশ করতে চাইছে বেশ কিছু সংস্থা।
স্পেসএক্স এর স্টারলিঙ্ক তার মধ্যে অন্যতম। এটি একটি ব্রডব্যান্ড-ফ্রম-স্পেস পরিষেবা প্রদানকারী সংস্থা।

ভারতে ইন্টারনেট চালু করার জন্য স্যাটেলাইট পরিষেবা লাইসেন্সের জন্য টেলিকমিউনিকেশন বিভাগের কাছে স্টারলিঙ্ক আবেদন করেছে।

এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক সংবাদ সংস্থাকে জানান, এই সংক্রান্ত একটি আবেদন জমা পড়েছে। নিয়ম অনুযায়ী তার পর্যালোচনা করা হবে। অন্যদিকে ভারতী গ্রুপের ওয়ানওয়েব এবং রিলায়েন্স জি ও ইনফোকমের স্যাটেলাইট আর্ম ইতিমধ্যে লাইসেন্স পেয়ে গিয়েছে। ইলন মাস্কের স্পেসএক্স-ই বর্তমানে লাইসেন্সের জন্য আবেদনকারী তৃতীয় সংস্থা। স্পেসএক্স গত বছর স্টারলিঙ্ক ইন্টারনেট সংযোগ প্রি-বুক করার জন্য বিশেষ চ্যানেল খুলেছে। তবে কেন্দ্র সরকার সংস্থাকে জানায় যে, অনুমোদন হাতে না আসা পর্যন্ত প্রি-বুকিং শুরু দেওয়া যায় না। এই কারণে প্রি-বুকের টাকা ফেরত দিতে বাধ্য হয় তারা। ভারতে স্যাটেলাইট স্টেশন স্থাপন এবং সংযোগ প্রদানের জন্য বেশ কিছু অনুমোদন পেতে হয়। এই ছাড়পত্রগুলি ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার থেকে দেওয়া হয়। এটি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। মহাকাশ ক্ষেত্রে ব্যক্তিগত পুঁজির বিনিয়োগের ক্ষেত্রে নজরদারি করে এই সংস্থা। বিশেষজ্ঞদের দাবি জিও, ওয়ানওয়েব, টাটা গ্রুপের নেলকো, কানাডার টেলিস্যাট এবং আমাজনও দেশে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করার চেষ্টায় রয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে ভারতের ব্রডব্যান্ড-ফ্রম-স্পেস পরিষেবা খাতের মোট মূল্য ১৩ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *