Feature NewsNewsত্রিপুরারাজনীতি

কর্মচারীদের মন জয়ের পথে হাঁটবে সরকার

ত্রিপুরা, ২৩ অক্টোবর : ভোট বড় বালাই আর রাজ্যের ভোট রাজনীতিতে সরকারি কর্মচারীদের কেই প্রাধান্য দিতে চায় সবকটি রাজনৈতিক দল।সরকারি কর্মচারীরাই রাজনৈতিক অনেক গতিপথ সৃষ্টি করে বলে বিশ্বাস করে দলগুলো।ফলে সরকার বা দলগুলো নির্বাচনের আগে টোপ ফেলে কর্মচারীদের লক্ষ্য করে।

বিবেকানন্দ বিচার মঞ্চের সূত্রের দাবি নভেম্বর মাসেই সরকারি কর্মচারীদের মনজয়ের জন্য একাধিক ঘোষণা করবে বর্তমান সরকার।

সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ শর্তসাপেক্ষে বাড়াতে চলছে সরকার, ঘোষণা হবে মহার্ঘ ভাতা, সরকারি কর্মচারীদের অবসর কালীন পূর্ণ পেনশনের সুবিধা পেতে চাকরির নিয়মিত মেয়াদকাল পঁচিশ বছর থেকে কমিয়ে কুড়ি বছরে আনা হচ্ছে, সরকারি কর্মচারীদের অবসরকালীন গ্রেচুইটি বেনিফিট করা হতে পারে পনের লক্ষ টাকা,সাপ্তাহিক ছুটি রবিবারের পাশাপাশি বাড়ানো হবে শনিবারও যদিও এখন বিভিন্ন অফিসগুলোর কর্মচারীরা দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি ভোগ করতে পারেন। এবার সকলের জন্য এই নিয়ম লাগু করার চিন্তা ভাবনা চলছে তবে বাকি সময় গুলোকে কাজের সময় বৃদ্ধি করাও হবে।পাশাপাশি,সুষ্ঠু বদলী নীতিও আনছে সরকার। এছাড়া সরকারি কর্মচারীদের পদোন্নতি হলে ইনক্রিমেন্ট পাওয়ার যে ছয় মাসের ব্যবধান রয়েছে সেই ব্যবধানও তুলে দেওয়া হবে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *