দিল্লিতে চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সংক্রমিত ১,৮৭৬ জন, চিন্তা বাড়াচ্ছে মশাবাহিত এই রোগ
ত্রিপুরা, ২৬ অক্টোবর : রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছিলেন ৬৯৩ জন, অক্টোবর মাসে এখনও পর্যন্ত সেই সংখ্যা বেড়ে ৯৩৯-এ পৌঁছেছে মাস শেষ হতে এখনও অনেক বাকি। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ১,৮৭৬টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে, তবে স্বস্তির বিষয় হল কারও মৃত্যু হয়নি। জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৯।
মঙ্গলবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে অক্টোবর মাসে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন।
চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১,৮৭৬, যদিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু’”””””””জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে।