অরুণাচলপ্রদেশ সফরে মোদি, দলাই লামা
ত্রিপুরা, ২৭ অক্টোবর : অরুণাচল প্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তিব্বতি ধর্মগুরু দলাই লামা। তবে একসঙ্গে নয়, ভিন্ন ভিন্ন সময়ে তাঁরা সেখানে যাবেন বলে জানা যাচ্ছে। চিনকে চাপে রাখতেই এই সফর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সদ্যই ক্ষমতায় প্রত্যাবর্তন করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বরাবরই অরুণাচলকে চিনের অংশ বলে দাবি করে এসেছে বেজিং।
তাই জিনপিংয়ের প্রত্যাগমনের পরই সেখানে গিয়ে তাদের পালটা বার্তা দিতেই মোদির সফরের সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।
এছাড়াও দলাই লামা সেখানে গেলে চিনের উপরে একটা কূটনৈতিক চাপ তৈরি হবে তা নিশ্চিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এই সপ্তাহেই সেখানে যেতে পারেন মোদি। অরুণাচল প্রদেশের প্রথম বিমানবন্দরটির উদ্বোধন করার কথা তাঁর। কেবল উদ্বোধনই নয়, সেই সঙ্গে সেখানে বক্তব্য রাখার সময়..