ফের শিরোনামে এনআরসি
ত্রিপুরা, ২৭ অক্টোবর : তাঁরা অসম সরকারের ঘোষিত ‘দেশি’ মুসলিম সম্প্রদায়ভুক্ত। পূর্বপুরুষদের নাম ১৯৫১ সালের জাতীয় নাগরিকপঞ্জিতে রয়েছে। ১৯৫৮ সালের নির্বাচনে ভোটও দেন। নাগরিকত্বের যাবতীয় দলিল সত্ত্বেও বাংলাদেশ সীমান্ত লাগোয়া নিম্ন অসমের কমপেক্ষ ১৫০ পরিবারকে নোটিস ধরাল আগমনি থানা।
তাঁদের এখন ধুবরি শহরে অবস্থিত ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।
তথ্য পেশ করে দেখাতে হবে, তাঁরা ভিন দেশ থেকে উদ্বাস্তু হয়ে এদেশে আসেননি। বংশপরম্পরায় অসম তথা ভারতেরই বাসিন্দা। সবমিলিয়ে নতুন করে এনআরসি-ভীতি। জোরদার ধুবরি জেলার রামরাইকুটি ১ গ্রামে পরিবারের ১২ সদস্যকে নিয়ে থাকেন সাদের আলি (৬০)। দাদা মুজাম শেখ। বয়স ৬৬। পেশায় তাঁরা ভাগচাষী। চাষের মরশুম বাদে অন্যসময় তাঁদের দিনমজুরের কাজ খুঁজতে হয়। গত ৩০ জুলাই সাধারণ পোশাকে আগমনি থানা থেকে দু’জন আধিকারিক তাঁদের বাড়ি আসেন। ভিনদেশী সন্দেহে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে সাদের ও তাঁর স্ত্রী মলিনা বিবি..