আই টি কর্মীদের সর্বভারতীয় সম্মেলন ২৫-২৬ নভেম্বর
ত্রিপুরা, ২৭ অক্টোবর : অল ইন্ডিয়া আই টি অ্যান্ড আই টি ই এস এমপ্লয়িজ ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন হবে আগামী ২৫-২৬ নভেম্বর দিল্লির বি টি রণদিভে ভবনে। চন্দননগরের নৃত্যগোপাল স্মৃতি মন্দির হলে আয়োজিত এক সেমিনারে সেই সম্মেলনের লোগোর আনুষ্ঠানিক প্রকাশ করা হয় ৷ ২২ অক্টোবর অল ইন্ডিয়া আই টি অ্যান্ড আই টি ই এস এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি প্রশান্ত নন্দীচৌধুরী। এছাড়াও সি আই টি ইউ হুগলী জেলা সম্পাদক তীর্থঙ্কর রায়, চন্দননগর সি আই টি ইউ সমন্বয় কমিটির সম্পাদক হীরালাল সিংহ ও চন্দননগর পুরসভা এলাকার দু’জন প্রগতিশীল চিন্তাধারার পৌর প্রশাসক উপস্থিত ছিলেন।
আলোচনায় সাইবার সিকিউরিটি বিষয়ে উপস্থাপনা ও বক্তব্য রাখেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট স্নেহাশিস।
ছাত্র-ছাত্রী ও চাকরি সন্ধানী ব্যক্তিদের জন্য সিভি তৈরি ও ইন্টারভিউ দেওয়ার প্রক্রিয়া নিয়ে উপস্থাপনা করেন ঋতব্রত মুখার্জি। এছাড়াও সেখানে বিভিন্ন সংস্থার এইচ আর’রা সিভি জমা নেন। কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোডের বিরোধিতা এ দেশের তথ্য-প্রযুক্তি কর্মীরা লাগাতার করে চলেছে, তার ক্ষতিকারক দিকগুলো নিয়ে আলোচনা করেন ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুরজিৎ বোস। কর্মক্ষেত্রে ইউনিয়নের ভূমিকা নিয়ে আলোচনা করেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌভিক ভট্টাচার্য। ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক চীনাংশুক দাস তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।