কংগ্রেসের ভারত জুড়ো ৪৮ দিনে
ত্রিপুরা, ২৭ অক্টোবর : কংগ্রেস জানিয়েছে ভারত জুড়ো যাত্রায় ৩৫৭০ কিলেমিটারের মধ্যে এক তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে এবং এর মধ্যেই এই কর্মসূচি তার কাঙিক্ষত ফলাফল অর্জন করেছে। মানুষ এখন দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছেন । এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, এখন পর্যন্ত এই যাত্রা মোট ১৮টি জেলা এবং ৪টি রাজ্য অতিক্রম করেছে এবং আগামী ১৯ দিনে তেলেঙ্গানায় আটটি জেলা অতিক্রম করা হবে।
তারপর মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এই যাত্রা।
দীপাবলির কারণে বিরতির পর পুনরায় তেলেঙ্গানার মেহবুবনগর থেকে শুরু হচ্ছে এই যাত্রা। জয়রাম রমেশ বলেন, কংগ্রেস রাজ্যভিত্তিক পদযাত্রারও সূচনা করতে চলেছে শীঘ্রই। একত্রিশ অক্টোবর থেকে ওড়িশার একটি ২৪০৩ কিলোমিটারের যাত্রা, আসামে একটি ৮৫০ কিলোমিটার যাত্রা এবং আরেকটি পশ্চিমবঙ্গে। জয়রাম রমেশ এও জানান, যে তেলেঙ্গানার পর যাত্রাটি মহারাষ্ট্রের নানদেদে প্রবেশ করবে। মহারাষ্ট্রে এই যাত্রা চলবে প্রায় ১৬ দিন। ৪৮ দিনের যাত্রা শেষে ভারত জুড়ো যাত্রা তার লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে বলে জানান জয়রাম রমেশ।