Feature NewsNewsএই মুহূর্তেভারত

৫-জি প্রতারণায় সাইবার অপরাধীরা

ত্রিপুরা, ২৮ অক্টোবর : টেকনোলজি যতোই উন্নত হচ্ছে ততোই উন্নতমানের প্রতারণায় নামছে সাইবার অপরাধীরা। এবার ফোর-জি’কে ফাইভ-জি’তে কনভার্ট করার নাম করে প্রতারণার নতুন জাল বিছাতে শুরু করেছে অপরাধীরা। পুলিশের পক্ষ থেকে এই ধরনের অপরাধীদের কাছ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যবাসীকে।

উল্লেখ্য, সম্প্রতি গোটা দেশে চালু হতে চলেছে ফাইভ-জি নেটওয়ার্ক।

যতটুকু সম্ভব আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যে এই পরিষেবা শুরু হতে চলেছে। ফাইভ-জি পরিষেবা শুরু হলে এতে গোটা দেশের আমূল পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সেই সাথে মোবাইল টেকনোলজিতেও আমূল পরিবর্তন আসবে। আর সেই কারণে সকলেই ফোর-জি’র পরিবর্তে ফাইভ-জি’র দিকে ঝুঁকতে শুরু করেছে। কিন্তু সাইবার অপরাধীরা গ্রাহকদের এই তৎপরতাকে কাজে লাগিয়ে তাদেরকে স্বর্বসাম্ভ করার পরিকল্পনা হাতে নিয়ে ময়দান নেমে পড়েছে। জানা গেছে, সাইবার অপরাধীরা মোবাইল ব্যবহারকারীদের কাছে একটি..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *