রাজ্যে বিপজ্জনক হারে বাড়ছে শিরাপথে নেশার ঝোঁক
ত্রিপুরা, ২৯ অক্টোবর : রাজ্যকে নেশামুক্ত করার ডাক দেওয়া হলেও রাজ্য মোটেও নেশামুক্ত হচ্ছেনা বরং নূতন নূতন নূতন নেশায় যুব সমাজ আরো বেশি আসক্ত হয়ে পড়ছে।আরো উদ্বেগের বিষয় ছেলেদের সাথে সমানতালে পাল্লা দিয়ে মেয়েরাও এই মারণ নেশার সাগরে তলিয়ে যাচ্ছে। স্বাস্থ্যকর্মী চিকিৎসক পুলিশের অভিমত গন্ধবিহীন নেশার দিকেই রাজ্যের একটি বড় অংশের ছাত্র যুবসমাজ ধাবিত হয়েছে।মদ গাঁজার প্রতি এদের আসক্তি নেই।
ব্রাউন সুগার ইয়াবা সহ ইঞ্জেকশন ড্রাগসে দিকে এরা আকৃষ্ট হয়ে পড়েছে।
এই সংখ্যা গত কয়েক বছরের মধ্যেই রাজ্যে ব্যাপক মাত্রায় বেড়ে গেছে। এই নেশাতে ডুবে আছে সমাজের বিশিষ্ট পরিবারের সন্তানরাও।স্বাস্থ্য দপ্তরের একটি সূত্রের মতে যারা শিরা পথে নেশা গ্রহণ করে নিয়মিত,তাদের হাতে সূক্ষ্ম সুঁইয়ের দাগ পড়ে যায়।এতে করে এরা নেশা গ্রহণ করে এটা প্রকাশ হয়ে যেতে পারে বলে এই আশঙ্কায় এরা একটি নয়া ফন্দি এঁটেছে। শরীরে বিশেষ করে হাতে ট্যাটু আঁকা। এই ট্যাটুর আড়ালে থেকে যাবে সুক্ষ্ম সুঁইয়ের দাগ।এখন অব্দি বিভিন্ন সার্ভে না নানান সময়ে চিকিৎসকদের কাছে আসা এমন নেশাক্তদের বেশির ভাগ অংশের হাতে ট্যাটু রয়েছে। এমনকি রাজ্যে এইচআইভির যে বাড়বাড়ন্ত সেখানে দেখা গেছে ট্যাটু হেপাটাইটিস বি, সি এই সংক্রমিত দের ক্ষেত্রেও..