আজ থেকে ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসো’র দুদিনের সম্মেলন
ত্রিপুরা, ২৯ অক্টোবর : ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দুই দিনের বার্ষিক সম্মেলন ও শিক্ষামূলক কর্মশালা শুরু হবে শনিবার। ভগৎ সিং যুব আবাসে হবে দুই দিনের এই কর্মসূচি। ২৯ অক্টোবর বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। ১২টা থেকে শুরু হবে বার্ষিক সম্মেলনের কাজ । ৩০ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হবে শিক্ষামূলক কর্মশালা । কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট সাংবাদিক স্নিগ্ধা মিত্র মুখোপাধ্যায় এবং ঝুমুর দত্তগুপ্ত। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য আইনী বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেবেন।
সম্মেলনে রাজ্যের প্রবীণ পাঁচজন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা জ্ঞাপন করা হবে।
উদ্বোধনী পর্বে থাকার জন্য তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং তথ্য সংস্কৃতি অধিকর্তা রতন বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানালেন, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সম্পাদক সুনীল দেবনাথ। শুক্রবারের আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন থেকে সকলকে কর্মশালায় অংশ গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন সভাপতি ধ্রুব রঞ্জন সেন।