৫৫টি মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম রাজ্যে আসছে সাফল্যের পুরস্কার
ত্রিপুরা, ৩০ অক্টোবর : সাত কোটি ১৯ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম প্রকল্পে। ৫৫টি গ্রামকে এ প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরজিএসএ প্রকল্পে ৪৪টি পঞ্চায়েত ভবন নির্মাণের পাশাপাশি দুটি ডিপিআরএস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শুধু তাই নয়, রাজ্যের গ্রামীণ এলাকার ৮,৬১১ জন ব্যবসায়ীকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার গ্রামীণ”র আওতায় আনা হয়েছে।
তাদের প্রত্যেককেই বিনামূল্যে বিমা করে দেওয়া হয়েছে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর সরকারের পরিকল্পনা এভাবেই তুলে ধরেন। শনিবার মহাকরণে আহূত এক সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর এও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২০-২১ থেকে 2022-23..