Feature Newsfleshত্রিপুরাপূর্বোত্তর

রিয়াং শরণার্থীদের আনা হবে গণবণ্টন ব্যবস্থায় : সচিব

ত্রিপুরা, ৩০ অক্টোবর : স্থায়ীভাবে পুনর্বাসন পাওয়া ব্রু রিয়াং শরণার্থী পরিবার আসছে গণবণ্টন ব্যবস্থায়। তার সঙ্গে তাদের মধ্যে যাদের স্থায়ী পুনর্বাসন বাকি আছে তাদেরকেও ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া হবে ঘোষিত ১২টি জায়গায়।

রাজ্যে এখন পর্যন্ত ৪,১০২টি রিয়াং ব্রু শরণার্থী পরিবারকে পুণর্বাসন দেওয়া হয়েছে।

শনিবার মহাকরণে রাজস্ব দফতরের প্রধান সচিব পুনীত আগরওয়াল ও খাদ্য দফতরের বিশেষ সচিব পৃথক পৃথক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে এখবর জানিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাকি রিয়াং ব্রু শরণার্থী পরিবারকে রাজ্যের চিহ্নিত ১২টি স্থানে স্থায়ী পুনর্বাসন দেবার কাজও চলছে। মহাকরণে আহৃত এক..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *