সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অভিযোগ শুনতে প্যানেল গঠন
ত্রিপুরা, ৩০ অক্টোবর : শুক্রবার ভারতের নয়া তথ্য প্রযুক্তি নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এই আইনের অধীনে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি প্যানেল তৈরি করা হচ্ছে। এর ফলে টুইটার ও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির দ্বারা বিভিন্ন বিষয়বস্তু নিয়ন্ত্রণ ও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনা করার ক্ষমতা থাকবে সরকার নিযুক্ত এই অভিযোগ আপিল কমিটির কাছে। তিনজন সরকারি কর্মকর্তাকে নিয়ে। এই কমিটি তৈরি হচ্ছে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উদ্দেশে বেশ কিছু নিয়ম-নীতি কার্যকর থাকে।
এবার সেই বিধি লঙ্ঘন করে যদি কোনও ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন। তাহলে সেই পোস্ট সরিয়ে দেওয়ার বিধি রয়েছে। তবে কোনও সংস্থা যদি সেই পোস্ট সরিয়ে দিতে অস্বীকার করে তাহলে সেই সংস্থার বিরুদ্ধে এই প্যানেলের কাছে আবেদন করা যাবে। সেই মর্মে এই কমিটির নির্দেশ মানতে হবে সোশ্যাল মিডিয়াগুলিকে। এই নয়া আইটি নিয়ম অনুযায়ী, তিন মধ্যে গ্রিভান্স আপিল..