গুজরাটে ব্রিজ ভেঙ্গে মৃত্যু ৯১ নিখোঁজ প্রায় শতাধিক
ত্রিপুরা, ৩১ অক্টোবর : গুজরাটের মোরবি জেলায় মাধু নদীর উপর ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ৯১ টি মৃতদেহ। উদ্ধার করেছে প্রশাসন। এখনও শতাধিক মানুষকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে প্রশাসন। রবিবার সন্ধ্যায় মাছু নদীর ব্রিজে এই দুর্ঘটনায় নদীতে পড়ে যায় প্রায় ৪০০ জন। বহু মহিলা শিশু ব্রিজের দড়ি ধরে বাঁচার চেষ্টায় ঝুলতে থাকে।
ঘটনার পর রাজকোট ফায়ার সার্ভিস দপ্তর থেকে ছয়টি বোট, ছয়টি অ্যাম্বুলেন্স এবং দুটি রেসকিউ ভ্যান পাঠানো হয়।
গান্ধীনগর এবং বরোদা থেকে ছুটে যায় এনডিআরএফ টিম। সহায়তায় হাত বাড়ায় স্থানীয় জনসাধারণ। ঘটনার সময় আলো কম থাকায় সহায়তা প্রদানের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুর উপরে থাকা সকলেই ছিটকে নদীতে পড়ে যান। প্রসঙ্গত, বর্তমানে গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরের মধ্যেই ঘটল এই দুর্ঘটনা। দুর্ঘটনার খবর আসতেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে কেন্দ্রের তরফে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে কেন্দ্র। দুর্ঘটনার খবর পাওয়ার পর দলীয় কর্মীদের উদ্ধার কাজে হাত লাগাতে। নির্দেশ দেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাংল গান্ধী। একই সঙ্গে ঘটনার..