গভীর রাতে গৃহস্থের ঘরে চোরের হানা চুরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ
ত্রিপুরা, ১ নভেম্বর : রবিবার গভীর রাতে দোকানঘর দিয়ে গৃহস্থের ঘরে প্রবেশ করে গডেজ এবং শোকেজের তালা ভেঙ্গে স্বর্ণালংকার ও ক্যাশ টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিরা। ঘটনা বিশ্রামগঞ্জ বাজারে স্টেট ব্যাংকের উল্টোদিকে জাতীয় সড়কের পাশে সোমা দাসের বাড়িতে। সোমা দাসের স্বামীর নাম মৃত অসীম দাস। তিনি একাই বাড়িতে থাকেন। দুই মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। দোকান এবং বাড়ি একসঙ্গে বিশ্রামগঞ্জ বাজারে।
সোমবার দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান দোকানের জানালা ভাঙ্গা এবং গজে ও সুকেশের তালা ভাঙ্গা।
তখনই সন্দেহ হয় বাড়ির মালিকের। দেখতে পান তার সারা জীবনের শ্রম দিয়ে তৈরি স্বর্ণের গলার হার, হাতের বালা আংটি কানের দুল এবং নেকলেস সহ প্রায় ছয় ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। স্বর্ণালঙ্কারের সঙ্গে ক্যাশ টাকা ও চুরি করে নিয়ে গিয়েছে। মোটা অঙ্কের টাকাও ছিল বলে জানান সোমা দাস। সোমবার সকাল বেলা এই দৃশ্য দেখে মাথা চাপরাতে থাকেন এবং হাউ মাউ করে কাঁদতে থাকেন তিনি। সারা জীবন শ্রম দিয়ে যে সমস্ত স্বর্ণের জিনিস তৈরি করেছিলেন সবগুলো নিয়ে গিয়েছে।। মৃত্যুর আগের দিন পর্যন্ত আর এই জিনিসগুলো তৈরি করতে পারবেন না বলে চোখের জল ফেলতে ফেলতে জানান সোমা দাস। তিনি এদিনই বিশ্রামগঞ্জ থানায় জিডি এন্ট্রি করেছেন। কয়েকদিন পূর্বেও..