Feature Newsfleshএই মুহূর্তেত্রিপুরা

আরও পাঁচটি সিএনজি স্টেশন

ত্রিপুরা, ১ নভেম্বর : রাজ্য এবং জাতীয় স্তরে একের পর এক নিগম, পি এস ইউ ও সরকার অধিগৃহীত সংস্থা গুলো আর্থিক সংকটে ঝাপ বন্ধ হওয়ার উপক্রম ঠিক তখনই টি এন জি সি এল আর্থিক ভাবে ফুলে ফেঁপে উঠছে।

শুধু তাই নয়, সংকটের এসময়ে রাজ্য সরকারকে কোটি কোটি টাকা লাভ দিচ্ছে।

পরিষেবাও আগের তুলনায় বেড়েছে। প্রায় দ্বিগুন হয়েছে তার পরিকাঠামো। ভবিষ্যতে রাজ্যের প্রতিটি মহকুমাতেই টি এন জি সি এল তার পরিষেবার প্রসার ঘটাবে, আজ টি এন জি সি এল এর একটি নির্ভরযোগ্য সূত্রে এখবর পাওয়া গেছে। ১০ জুলাই ১৯৯০ টি এন জি সি এল গঠিত হয়। তার পর ২৭ বছরে রাজ্যে সি এন জি স্টেশন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *