ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিকে অগ্রাধিকার সুনাকের
ত্রিপুরা, ২ নভেম্বর : ভারতের সঙ্গে মুক্ত-বাণিজ্য চুক্তিকে অগ্রাধিকার দিচ্ছেন ব্রিটেন। ৩০ অক্টোবর এমনটাই জানিয়েছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি। তবে, এই চুক্তির ব্যাপারে বিস্তারিত জানাতে রাজি হননি ব্রিটিশ বিদেশ সচিব। নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকের পর ৩০ অক্টোবর ক্লেভারলি জানান, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যকালে ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নত হবে। কারণ, সুনাক ভারতীয় বংশোদ্ভূত। তিনি চলতি সপ্তাহেই ব্রিটেনের প্রথম এশীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জয়শংকরের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে ক্লেভারলি বলেন, ‘আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেছি। দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।
তবে এই মুক্ত বাণিজ্য চুক্তিটি কী, সেই ব্যাপারে ক্লেভারলি বিস্তারিত না জানালেও বলেছেন, আশা ছিল চুক্তিটি দীপাবলির সময়েই স্বাক্ষরিত হবে। কিন্তু, সেটা হয়নি। এই পরিস্থিতিতে কবে চুক্তি হবে, তা পরে জানানো হবে। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, অন্তত এ বছরে হবে কিনা সেটাও স্পষ্ট করে বলতে পারেননি ব্রিটিশ বিদেশমন্ত্রী। শুধু বলেছেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তি। তাই আমরা এই চুক্তিতে সত্যিই অগ্রাধিকার দিচ্ছি। আমরা তাই..