পশ্চিম জেলায় ৩১৫ জনকে কিষান ক্রেডিট কার্ড
ত্রিপুরা, ২ নভেম্বর : পশ্চিম ত্রিপুরা জেলায় ১৯১টি উত্তোলক ও গভীর নলকূপ সেচ প্রকল্প রূপায়ণে কাজ চলছে। হেজামারা, মোহনপুর, মান্দাই, জিরানীয়া, ডুকলি কৃষি মহকুমায় চলতি অর্থবছরে ২৮ হেক্টরে আউশ ধান এবং ১৪,৯৭৪ হেক্টর জমিতে আমন ধান চাষের আওতায় এসেছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে জেলার মোহনপুর, হেজামারা, মান্দাই, জিরানীয়া ও ডুকলি কৃষি মহকুমার ১৬,৪৮৪ জন কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে এবং ১২, ১৮৮ জন কৃষক সুবিধা পেয়েছেন। এই জেলায় ৩১৫ জন কৃষকের কিষান ক্রেডিট কার্ড মঞ্জুর..