Feature Newsত্রিপুরাবিশ্বভারত

ইয়াকুব নগর সীমান্তে আটক বাংলাদেশি নাগরিক

ত্রিপুরা, ৩ নভেম্বর : বিএসএফের হাতে আটক সন্দেহভাজন এক বাংলাদেশি নাগরিক। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম হুসেন জাবেদ চৌধুৰী (৩৩)। বাড়ি, বাংলাদেশের মৌলভীবাজার এলাকায়।সে দীর্ঘ সাত বছর যাবৎ ইকবাল হোসেন নামে ভারতে বসবাস করে আসছিল।ঘটনা উত্তর জেলার ধর্মনগর থানাধীন ইয়াকুব নগর বিওপি সংলগ্ন এলাকায়।

জানা গেছে, বুধবার সকাল এগারোটা নাগাদ ইয়াকুব নগর বিওপি র আই সি পি (ICP) তে এক যুবক বাংলাদেশ যাওয়ার জন্য ভারতীয় পাসপোর্ট শো করে।

তখন কর্তব্যরত ১৩৯ নং বিএসএফের জওয়ানরা সে যুবকের ব্যাগে নিয়মমাফিক তল্লাশি করলে বাংলাদেশ সরকারের রিজেক্ট পাসপোর্ট উদ্ধার হলে জওয়ানদের সন্দেহ হয়। তখন বাংলাদেশি পাসপোর্টে সে যুবকের নাম হুসেন জাবেদ চৌধুরী পিতা মৃত মনোহর আলী। বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার এলাকায় এবং সাথে ভারতীয় পাসপোর্টে ইকবাল হোসেন নাম দেখে জওয়ানদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। পরে বিএসএফ জওয়ানরা সন্দেহভাজন বাংলাদেশি যুবককে আটক করে তার কাছ থেকে ভারতীয় একত্রিশ হাজার একশো দশ টাকা সহ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *