তিন কোটির সোনাসহ দিল্লি বিমানবন্দরে আটক ৩
ত্রিপুরা, ৪ নভেম্বর : মাদকের পর এবার সোনা। পাচারের সময় হাতেনাতে ধরে ফেলল দিল্লি বিমানবন্দরের শুল্ক দপ্তরের আধিকারিকরা। পাচারের জন্য সোনাগুলি শারজা থেকে নিয়ে আসা হয়েছিল বলে খবর। ৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। শুল্ক দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, শারজা থেকে দিল্লি আসা তিন যাত্রীর বডি শেপারের ভিতরে লুকানো ছিল সোনাগুলি। পাচারের জন্য আনা সোনার মোট ওজন ছিল ৭.৭৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটিরও বেশি টাকা।
শুল্ক দপ্তরের এক আধিকারিক আরও জানিয়েছেন যে বিমানবন্দরে চেকের সময় সোনাগুলি উদ্ধার করা হয়েছে।
সোনাগুলি ১৯টি অসম আয়তক্ষেত্রকার আকৃতির সোনার বারে ঢালাই করা হয়েছিল। হ্যান্ডব্যাগে করে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন ওই আধিকারিক। পাচারের উদ্দেশ্যে আনা সোনাগুলি বাজেয়াপ্ত করেছে শুল্ক দপ্তর। ওই তিন যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কী কারণে এই সোনা পাচারে উদ্দেশে আনা হয়েছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।