যৌন সম্পর্কের বাসর হয়ে উঠেছে রাজধানীর বেশ কয়েকটি হোটেল
ত্রিপুরা, ৫ নভেম্বর : করোনা মহামারীর গত দুই বছরে হোটেল ব্যাবসা তলানীতে গিয়ে ঠেকেছে। সে সময় বাইরে থেকে সাধারণ মানুষের রাজ্যে আগমন বন্ধ হয়ে পড়লেও যৌনতার বিকিকিনি বানিজ্য থেমে থাকেনি। রাজধানী সহ গোটা রাজ্যের কোথাও নেই কোন রেড লাইট জোন। কিন্তু স্মার্ট হচ্ছে রাজধানী।
যতই বাড়ছে স্মার্টনেস, ততই বাড়ছে অশ্লীলতা, আর ততই বেলেল্লাপনার সাথে পরিচিত হচ্ছে এই গ্রামীণ শহর।
শহরের কোন হোটেলেই নেই পুলিশী নজরদারি। তবে ভাঁড়ারে টান পড়লে মাঝে মধ্যে গভীর রাতে কিছু হোটেলে আচমকা হানা দেয় একাংশ পুলিশ। তাও কালেভদ্রে। রাজধানীতে কম করেও শতাধিকের উপর হোটেল রয়েছে, যেখানে রাত্রি যাপন করার ব্যাবস্থা আছে। হোটেলগুলোতে কারা থাকছে, কোথা থেকে এসেছে বোর্ডাররা, কি জন্য থাকছে, সঠিক..