শুখা মরসুম শুরু হতে গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট
ত্রিপুরা, ৫ নভেম্বর : শুখা মরসুম শুরু হতে গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। আর এই পানীয় জলের সংকট দূরীকরণের যখন প্রশাসনিকভাবে হেলদোল থাকে না সেই সময় তৃষ্ণার্ত মানুষজনেরা দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে।আর তৃষ্ণার্ত মানুষজনেরা পানীয় জলের অভাব মেটানোর জন্য পথ অবরোধের শামিল হয়।
ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়, শুক্রবার। ঘটনার বিবরনে জানা যায়,, মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট চলছিল।
পানীয় জলের তীব্র সঙ্কটের ব্যাপারে এলাকার স্থানীয় জনগণ দীর্ঘ কয়েকবার স্থানীয় নেতা-নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের আধিকারিক”কে দীর্ঘ কয়েকবার জানালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ধরনের কর্ণপাত করে নি বলে অভিযোগ স্থানীয় জনগণদের। পরবর্তীতে এলাকার স্থানীয় জনগণরা বাধ্য হয়ে শুক্রবার পানীয় জলের দাবিতে মাইগঙ্গার রেল ব্রিজ এলাকায় পথ অবরোধে শামিল হয়। দীর্ঘ প্রায় এক ঘন্টা যাবত চলে এ অবরোধ। তারপর এ অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশসহ এলাকার স্থানীয় নেতৃত্বরা গিয়ে অল্প কিছুদিনের মধ্যে তাদের এই সমস্যা সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করলে তাদের এই পথ অবরোধ মুক্ত হয় ।