রাজ্যের প্রথম বায়ো ভিলেজ ও সৌর গ্রামের উদ্বোধন কিল্লায়
ত্রিপুরা, ৬ নভেম্বর : কিল্লার ছাইমারুয়া খরান সিং কামি পাড়ার মানুষের বহুদিনের দাবি বা স্বপ্ন পূরন হল উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার হাত ধরে। রাজ্যের একমাত্র বায়ু ভিলেজ তথা সৌর গ্রামের উদ্বোধন হয় শনিবার বাগমা বিধানসভা কেন্দ্রের কিন্না ব্লকের অধীন ছাইমারয়া খরান সিং কামিপাড়ায় উপমুখ্যমন্ত্রী জিষ্ণুও দেববর্মার হাত ধরে এই প্রকল্পের উদ্বোধন হয়।
এছাড়া এদিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জামাতিয়া, গোমতী জেলা পরিষদের জেলা সভাধিপতি স্বপন অধিকারী সহ প্রমুখ।
মূলত গ্রামীন যেখানে প্রচলিত গ্রিড এখনো পৌঁছতে পারেনি বা গ্রিড সরবরাহের নির্ভরযোগ্যতা কম, সেখানে একমাত্র অপ্রচলিত শক্তি অফ গ্রিড সোলার সিস্টেম শক্তির লাভ্যতা বাড়ানোর জন্য এ প্রকল্পটি শুরু হয়। রাজ্যে পরীক্ষামূলকভাবে..