Feature NewsfleshNewsভারত

তিরুপতি মন্দিরের মজুত সোনা ৫৩শ কোটি টাকার

ত্রিপুরা, ৭ নভেম্বর : গত তিন বছরে শুধু বিভিন্ন ব্যাঙ্কে রাখা ফিক্সড ডিপোজিটের পরিমাণই বেড়েছে ২৯০০ কোটি টাকা! আর একই সময়ে সোনার পরিমাণ বেড়েছে ২.৯ টন! সব মিলিয়ে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার তিরুমালা মন্দিরের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠতে বাধ্য।

শনিবার, ফিক্সড ডিপোজিট এবং গোল্ড ডিপোজিট-সহ তাদের মোট সম্পত্তির পরিমাণ জানিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে তিরুমালা তিরুপতি দেবস্থানমস’।

তাতে তিরুমালা তিরুপতি দেবস্থানমসের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৯ সালে যে লগ্নির গাইডলাইন তৈরি করা হয়েছিল, বর্তমান ট্রাস্ট বোর্ড সেই গাইডলাইনকেই আরও মজবুত করছে। বর্তমানে বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে তিরুপতি মন্দিরের ১০.৩ টন সোনা মজুত আছে। যার বাজার মূল্য ৫,৩০০ কোটি টাকারও বেশি। পাশাপাশি তাদের নগদ সম্পত্তি রয়েছে ১৫,৯৩৮ কোটি টাকার। সব মিলিয়ে তিরুমালা তিরুপতি দেবস্থানমস ট্রাস্টের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২.২৬ লক্ষ কোটি টাকা। তিরুমালা তিরুপতি দেবস্থানমস ট্রাস্টের এক্সিকিউটি অফিসার এভি ধর্ম..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *