আন্দোলন গলিতে পরিণত শিক্ষামন্ত্রীর বাড়ির রাস্তা
ত্রিপুরা, ৯ নভেম্বর : রাজধানীর পশ্চিম থানার পুলিশ সহ পশ্চিম জেলার পুলিশকে প্রতিদিনই যেন নজর রাখতে হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাড়ির দিকে।কৃষ্ণনগরের কদমতলী গলি এখন বেকার শিক্ষিত যুবক যুবতীদের আন্দোলন গলিতে পরিণত। কখনো টেট উত্তীর্ণরা কখনো এসটিজিটি উত্তীর্ণরা একযোগে চাকরির দাবি পরীক্ষার ফল প্রকাশের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে গিয়ে সাত সকালেই জড়ো হয়েই ধরনা আন্দোলন শুরু করে দিচ্ছে।
বিগত বছরে মাধ্যমিকের ফল প্রকাশের সময়েও একই চিত্র দেখা গেছে।
রাজ্যের ইতিহাসে মন্ত্রী বাড়ি ঘেরাও কর্মসূচিতে সর্বাধিকস্থানে রয়েছে রতন লালের বাড়িই এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। পুলিশ কে নিয়মিত খোঁজ রাখতে হচ্ছে মন্ত্রীর বাড়ি ঘেরাওর কোন কর্মসূচি আছে কিনা। এমনিতে যদিও জনা কয়েক যুবক যুবতী অন্য প্রয়োজনেও এই গলির দিকে প্রবেশ করে সাথে সাথে পুলিশের চোখ বড় হয়ে যায় এরা কোন আন্দোলন কারী কিনা এমনটাই দাবি পুলিশ মহলের।এই গলিতে শিক্ষামন্ত্রী ছাড়া রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সরকারি আবাস, রাজ্যের..