Feature Newsfleshভারতরাজনীতি

ভারত জোড়ো যাত্ৰায় শামিল হবেন ঠাকরে

ত্রিপুরা, ৯ নভেম্বর : সোমবার রাতে রাহুল গান্ধী নেতৃত্বাধীন ভারতজোড়ো যাত্রা মহারাষ্ট্রে প্রবেশের পর তাতে যোগ দিতে পারেন আদিত্য ঠাকরে। এ কথাই জানালেন উদ্ভব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর এক নেতা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সেনা এমএলসি শচীন আহির বলেন, আদিত্য এখন মারাঠওয়াড়া সফর করছেন এবং ভারতজোড়ো যাত্রা ওই অঞ্চল দিয়েই যাবে।

তাই ওই যাত্রায় আদিত্য ঠাকরের যোগদানের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দলীয় গোষ্ঠীর প্রধান উদ্ভব ঠাকরের সাথে আলোচনাক্রমেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত মাসে কংগ্রেসের একটি প্রতিনিধিদল এনসিপি সভাপতি শারদ পাওয়ার এবং শিবসেনা নেতা উদ্ভব ঠাকরের সাথে সাক্ষাৎ করে তাদের ভারতজোড়ো যাত্রায় অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। শারদ পাওয়ার আগে জানিয়েছিলেন যে মহারাষ্ট্রে প্রবেশ করার পর তিনি ওই যাত্রায় অংশ নেবেন। কিন্তু বরিষ্ঠ কংগ্রেস নেতা অশোক চ্যবণ বলেন, পাওয়ারের অংশগ্রহণ নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর। বর্তমানে জ্বর এবং অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *