সিএএ আরো একধাপ এগোল কেন্দ্র
ত্রিপুরা, ১০ নভেম্বর : সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খোলার পরই ঘুরপথে বিতর্কিত এই আইন কার্যকর করার পথে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার জেলাশাসক এবং মুখ্যসচিবদের দেওয়া হল অ – মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার অধিকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশের মোট ৩১টি জেলার জেলাশাসক এবং ৯টি রাজ্যের মুখ্যসচিবকে এই অধিকার দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভিনদেশ থেকে আসা শরণার্থীদের আবেদনের ভিত্তিতে জেলাশাসক এবং মুখ্যসচিবরাই তাঁদের নাগরিকত্ব দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রকের..